ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সলঙ্গায় মাইক্রোবাসচাপায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
সলঙ্গায় মাইক্রোবাসচাপায় পথচারী নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় মাইক্রোবাসচাপায় মোকাদ্দেস হোসেন ( ৪০) নামে এক পথচারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার পাঁচলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোকাদ্দেস সলঙ্গা থানার নলকা ইউনিয়নের এরান্দহ গ্রামের মৃত সামাদের ছেলে।

নলকা ইউনিয়ন পরিষদের ৬নম্বর ওয়ার্ডের সদস্য শাহ আলম বাংলানিউজকে জানান, হাটিকুমরুল গোলচত্বর এলাকায় নির্মাণশ্রমিকের কাজ করতেন মোকাদ্দেস। সকালে কাজে যাওয়ার সময় রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন তিনি। এ সময় ঢাকাগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামান জানান, দুর্ঘটনার বিষয়টি আমাদের কেউ জানায় নি।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।