ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

‘করোনা ভাইরাস রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকার উদাসীন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
‘করোনা ভাইরাস রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকার উদাসীন’

ঢাকা: বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক এম এ সামাদ বলেছেন, করোনা ভাইরাস রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকার উদাসীন। অবিলম্বে দেশের সব স্থল, নৌ, বিমানবন্দর ও সীমান্তে সর্বোচ্চ সর্তকতা জারি করার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

সামাদ বলেন, ‘করোনা ভাইরাস এখন চীনে মহামারি আকার ধারণ করেছে।

কোরিয়া-ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের সঙ্গে চীনের বিভিন্ন ধরনের ব্যবসা-বাণিজ্য রয়েছে। কাজেই বাংলাদেশকে অবশ্যই সর্তকতা অবলম্বন করতে হবে। ’

তিনি বলেন, ‘বাংলাদেশ সরকার এ পর্যন্ত যে ব্যবস্থা গ্রহণ করেছে, তা হতাশাজনক। এ ব্যাপারে সরকার উদাসীন। বারবারের মতোই সরকার জনগণের জীবন নিয়ে তামাশা করছে। ’

সামাদ বলেন, ‘সরকারের কাছে একটাই দাবি, অবিলম্বে দেশের সব স্থল, নৌ, বিমানবন্দর ও সীমান্তে সর্বোচ্চ সর্তকতা জারি করা হোক। ’

সমাবেশে আরও বক্তব্য রাখেন- সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. শামছুল আলম, এসজিপির আহ্বায়ক আবুল কালাম আজাদ, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
পিএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।