মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সমসাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রবিউল পাঁচবিবি উপজেলার সমসাবাদ গ্রামের হবিবর রহমানের ছেলে।
পুলিশ জানায়, সকালে বাইসাইকেল চালিয়ে নিজ জমির ফসল দেখতে যাচ্ছিলেন কৃষক রবিউল। পাঁচবিবি থেকে ছেড়ে আসা রতনপুর বাজারগামী দ্রুতগতির একটি মেসি ট্রাক্টর মাইক্রোবাসকে সাইড দিতে গিয়ে রবিউলকে ধাক্কা দেয়। এতে রবিউল গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া পথে তার মৃত্যু হয়।
পাঁচবিবি থানার উপ-পরিদর্শক (এসআই) তোফায়েল হোসেন বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে ও ট্রাক্টরটি জব্দ করা হলেও চালক পালিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
আরআইএস/