মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। খালেদ সোনাইমুড়ী উপজেলার বৈকন্ঠপুর গ্রামের আমির হোসেনের ছেলে।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান শিকদার বাংলানিউজকে জানান, সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পাইপগান ও দুই রাউন্ড গুলিসহ খালেদকে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে চাঁদাবাজির একটি মামলাও রয়েছে।
দুপুরে আদালতের মাধ্যমে খালেদকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি কামরুজ্জামান।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
আরআইএস/