মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা পৌনে ৩টায় রাজধানীর সেতু ভবনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, প্রথম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (এফডিইই) কোম্পানি লিমিটেড ও সিটি ব্যাংক এনএ ঢাকা শাখার মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও প্রথম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (এফডিইই) কোম্পানি লিমিটেডের সংশ্লিষ্ট প্রতিনিধিরা চুক্তিতে সই করেন।
এসময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড এ প্রকল্পে বিনিয়োগ করেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত উড়াল সড়ক নির্মিত হবে।
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
টিএম/জেডএস