মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পেছনে বিটুর বাড়ির পুকুর পাড়ের ঝোপ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, দুপুরে এক গৃহবধূ পুকুরে গোসল করতে গেলে নবজাতকের কান্না শুনতে পান।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, কে বা কারা লোক চক্ষুর অন্তরালে শিশুটিকে (ছেলে) পুকুর পাড়ে ফেলে যায়। খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন শেষে হাসপাতালে গিয়ে নবজাতকের খোঁজ-খবর নিই। এ ব্যাপারে কী করা হবে সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
আরএ