ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

আশুগঞ্জে গাড়িচাপায় ইউনিলিভার কর্মচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
আশুগঞ্জে গাড়িচাপায় ইউনিলিভার কর্মচারী নিহত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় কোম্পানির নিজস্ব গাড়ির চাপায় ইমরান মিয়া (২৭) নামে ইউনিলিভারের এক কর্মচারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার লালপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। ইমরান মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর গ্রামের জুরু মোল্লার ছেলে।

 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিহতের আত্মীয় সেলিম মোল্লা বাংলানিউজকে জানান, কোম্পানির নিজস্ব মাইক্রোবাসে করে পণ্য পৌঁছে দিতে লালপুর বাজারে যান ইমরান। ওই বাজারের বিভিন্ন দোকানে পণ্য সরবরাহ শেষ করে গাড়ির সামনে দাঁড়িয়েছিলেন তিনি। এসময় চালক ইঞ্জিন স্টার্ট দিলে হঠাৎ গাড়ির নীচে চাপা পড়েন ইমরান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২8 ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।