মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে শহরের হাজারী রোডের একটি বাড়িতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটক পাঁচজন হলেন- আরিফ হোসেন, জহিরুল ইসলাম, মন্টু মিয়া, সাহাব উদ্দিন ও শহীদ উদ্দিন।
আরিফ লক্ষ্মীপুরের চাঁদখালী গ্রামের মৃত মন্তাজ মিয়ার ছেলে ও তার সহযোগী হলো জহিরুল,মন্টু, সাহাব ও শহীদ একই জেলার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মোতাহারের নেতৃত্বে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল ফেনী শহরের হাজারী রোডের একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় প্রতারক চক্রের মূলহোতা আরিফসহ তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুর জেলা থেকে আরও দু’জনকে আটক করে পুলিশ। এ সময় আরিফের কাছ থেকে দু’টি গোল্ডেন রংয়ের স্বর্ণ সদৃশ তামার তৈরি নকল স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটকরা দীর্ঘদিন ধরে চলার পথে নারী ও বিভিন্ন ব্যবসায়ীদের নকল স্বর্ণের বার দিয়ে প্রতারণা করে আসছিল।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক এম এ নুরুজ্জামান বাংলানিউজকে বলেন, আটক পাঁচজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
এসএইচডি/আরআইএস/