ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে স্বর্ণ প্রতারক চক্রের হোতা আরিফসহ আটক ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
ফেনীতে স্বর্ণ প্রতারক চক্রের হোতা আরিফসহ আটক ৫ আটকরা ডিবি পুলিশ হেফাজতে। ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীতে আন্তঃজেলা স্বর্ণ প্রতারক চক্রের মূল হোতা আরিফসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে শহরের হাজারী রোডের একটি বাড়িতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটক পাঁচজন হলেন- আরিফ হোসেন, জহিরুল ইসলাম, মন্টু মিয়া, সাহাব উদ্দিন ও শহীদ উদ্দিন।

আরিফ লক্ষ্মীপুরের চাঁদখালী গ্রামের মৃত মন্তাজ মিয়ার ছেলে ও তার সহযোগী হলো জহিরুল,মন্টু, সাহাব ও শহীদ একই জেলার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মোতাহারের নেতৃত্বে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল ফেনী শহরের হাজারী রোডের একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় প্রতারক চক্রের মূলহোতা আরিফসহ তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুর জেলা থেকে আরও দু’জনকে আটক করে পুলিশ। এ সময় আরিফের কাছ থেকে দু’টি গোল্ডেন রংয়ের স্বর্ণ সদৃশ তামার তৈরি নকল স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটকরা দীর্ঘদিন ধরে চলার পথে নারী ও বিভিন্ন ব্যবসায়ীদের নকল স্বর্ণের বার দিয়ে প্রতারণা করে আসছিল।

জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক এম এ নুরুজ্জামান বাংলানিউজকে বলেন, আটক পাঁচজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
এসএইচডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।