ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কোম্পানীগঞ্জে মোটরসাইকেলচাপায় মাদ্রাসাছাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
কোম্পানীগঞ্জে মোটরসাইকেলচাপায় মাদ্রাসাছাত্রী নিহত

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের চাপায় আছমা আক্তার (১১) নামে এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের চরএলাহী-চাপরাশিরহাট সড়কের নারিকেল বেপারীর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আছমা আক্তার চরএলাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইলিশাগো বাড়ির আব্দুল মতিনের মেয়ে।

সে স্থানীয় মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানায়, আছমা মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পার হচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে আছমা ও মোটরসাইকেল আরোহী দুই জনই গুরুতর আহত হয়। আহত অবস্থায় আছমাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, আহত মোটরসাইকেল আরোহী মাইজদীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কোম্পানীগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।          

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।