ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় চার ইটভাটায় ৭ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
গাইবান্ধায় চার ইটভাটায় ৭ লাখ টাকা জরিমানা

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে চার ইটভাটায় অভিযান চালিয়ে ৭ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল হোসেন এ অভিযান পরিচালনা করেন।

এর মধ্যে উপজেলার বেতকাপা ইউনিয়নের সাকোয়া ব্রিজ সংলগ্ন নজেল হোসেনের এমএম ব্রিকস ও এমসিবি ব্রিকসকে দেড় লাখ করে তিন লাখ টাকা এবং একই ইউনিয়নের আমলাগাছী গ্রামের ছাদেক হোসেনের হাজী ব্রিকস ও এসওবি ব্রিকসকে দুই লাখ করে চার টাকা জরিমানা আদায় করা হয়।

সেইসঙ্গে আগুন নিভাতে ইটভাটাগুলোতে পানি  ছিটায় ফায়ার সার্ভিস কর্মীরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল হোসেন বাংলানিউজকে জানান, পরিবেশ ছাড়পত্র ও জেলা প্রশাসক কার্যালয়ের অনুমোদনপত্র না থাকায় চার ইটভাটা থেকে জরিমানা আদায়সহ আগুন নেভাতে পানি ছিটানা হয়।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।