ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

করোনা ভাইরাস মোকাবিলা-গুজব প্রতিরোধে মতবিনিময় সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
করোনা ভাইরাস মোকাবিলা-গুজব প্রতিরোধে মতবিনিময় সভা

পটুয়াখালী: পটুয়াখালীতে সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কাজে নিয়োজিত রয়েছে ১২৯১ জন বিদেশি নাগরিক। যাদের মধ্যে চীনা নাগরিক রয়েছে ১২৭৪ জন এবং অন্যান্য দেশের রয়েছে ১৭ জন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে করোনা ভাইরাস মোকাবিলা ও এ সংক্রান্ত গুজব প্রতিরোধে করণীয় বিষয়ে মতবিনিময় সভায় একথা জানানো হয়।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, পায়রা বন্দর, পায়রা সেতুসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রতিনিধি, জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় সভায় নিজ নিজ প্রকল্পের পক্ষ থেকে এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে করোনা ভাইরাস প্রতিরোধে সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করা হয়।

এছাড়া জরুরি পরিস্থিতি মোকাবিলা করতে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি আইসুলেশন ওয়ার্ড এবং পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ৫ শয্যা নিয়ে একটি করোনা ভাইরাস ইউনিট খোলা হয়েছে।          

অপরদিকে যে সব প্রকল্পে চীনা নাগরিকরা কর্মরত আছেন তাদের এ সময়ে চীনে সফর না করা এবং চীন থেকে বাংলাদেশে না আশার কথা বলা হয়। পাশাপাশি প্রতিটি প্রকল্প এলাকায় বিশেষ আইসুলেশন এলাকা প্রস্তুত করার কথাও সভায় অবহিত করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।