মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে লক্ষ্মীপুর-বেগমগঞ্জ মহাসড়কের বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পাঁচজনের মধ্যে দু’জন হলেন অটোরিকশা চালক মো. সুমন (২৭), যাত্রী মো. মীর হোসেন, রুনু আক্তার ও তার শিশু সন্তান।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বাংলানিউজকে বলেন, মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকসহ ছয়জন যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিন জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়া হলে আরও দু’জনের মৃত্যু হয়।
নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খলিলুর রহমান বাংলানিউজকে বলেন, সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত একজন নোয়াখালী হাসপাতালে চিকিৎসাধীন।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০/ আপডেটেড: ২২২৫
এসআর/এসআরএস