মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ওই উপজেলার কোটচাঁদপুর সড়কের পাতিবিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মামুন উপজেলার বলরামপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহফুজুর রহমান মিয়া বাংলানিউজকে জানান, মামুন হোসেন কালীগঞ্জে বালিয়াডাঙ্গা বাজার থেকে আলমসাধু চালিয়ে কালীগঞ্জ শহরে ফিরছিলেন। এসময় পাতিবিলা নামক স্থানে পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক আলমসাধুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মামুন চলন্ত গাড়ি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
আরএ