মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিনগত রাত পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দুলদানা আক্তার কচি ও সোনিয়া।
বনানী থানার ডিউটি অফিসার মো. ফজল ইসলাম বাংলানিউজকে জানান, ওই সেতু ভবনের সামনে সড়কে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় একটি স্কুটিতে থাকা দুই নারী ছিটকে পড়ে গুরুতর আহত হন। পথচারীরা তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, ওই দুই নারীকে অচেতন অবস্থায় ঢামেকে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক রাত দেড়টার দিকে দু’জনকে মৃত ঘোষণা করেন। নিহতের নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত স্কুটির সামনে সাংবাদিক লেখা স্টিকার রয়েছে বলে জানান ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা।
বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
এজেডএস/এসআরএস