ঢাকা: রাজধানীর ডেমরার কোনাপাড়ায এলাকায় ট্রাকচাপায় আশীক ওরফে ঐশিক (২৪) ও আকাশ (২১) নামে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ১দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, দিনগত রাতে ওই এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দেয় বালুবাহী ট্রাক।
এতে মোটরসাইকেলের দুই আরোহী আকাশ ও আশীক আহত হন। পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন এবং আশীককে আশঙ্কাজন অবস্থায় ভর্তি নেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আশীকেরও মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি ঢামেক মর্গে রাখা হয়েছে। তাদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ০২৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
এজেডএস/এসআরএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।