বুধবার (২৬ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে সড়কের নামফলক উদ্বোধন করেন। এসময় তার সঙ্গে ছিলেন কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইট সোফিয়া, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র জামাল মোস্তফাসহ অন্যরা।
উদ্বোধন শেষে তাজুল ইসলাম বলেন, বাংলাদেশ ও কম্বোডিয়া দুই বন্ধুপ্রতীম দেশ। আমাদের প্রধানমন্ত্রী কম্বোডিয়া সফরের সময় দেশটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এবং ঢাকায় কম্বোডিয়ার প্রয়াত রাজা নরোদম সিহানুকের নামে একটি করে সড়ক নামকরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। তারই বাস্তবায়ন এটি। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন এটি। আগামীতেও আমাদের মধ্যকার সম্পর্ক উত্তরোত্তর দৃঢ় হবে বলে আমার বিশ্বাস।
বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
এসএইচএস/জেডএস