বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে শরীয়তপুর সদর হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
সায়মা শরীয়তপুর সদর উপজেলার দক্ষিণ কৃত্তিনগর গ্রামের ওমান প্রবাসী ছাত্তার হাওলাদারের মেয়ে এবং শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন জানান, ওমান প্রবাসী ছাত্তার হাওলাদারের স্ত্রী মায়া বেগম তার মেয়ে সায়মা ও ছেলে শামিমকে (১২) নিয়ে শরীয়তপুর পৌরসভা সংলগ্ন আব্দুর রব বেপারীর বাড়িতে ভাড়া থাকতেন।
মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে মায়া বেগম তার মেয়ে সায়মাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে সায়মা ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
আরএ