ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু নিয়ে রহস্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু নিয়ে রহস্য

গাজীপুর: গাজীপুর সি‌টি কর‌পো‌রেশ‌নের কোনাবাড়ী এলাকায় ৩৩ হাজার ভো‌ল্টের ‌বিদ্যুৎ লাই‌নের কাজ কর‌তে গি‌য়ে বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে রয়েল হোসেন (২২) নামে এক লাইনম্যান নিহত হ‌য়ে‌ছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দি‌কে এ ঘটনা ঘটে।

নিহত হ‌লেন রয়েল হোসেন ঢাকার ধামরাই থানা এলাকার আব্দুল খালেক মিয়ার ছেলে।

তিনি গাজীপুর পল্লীবিদ্যুৎ স‌মি‌তি-১এর কোনাবাড়ী জোনাল অফিসে লাইনম্যান হি‌সে‌বে কর্মরত ছি‌লেন।

গাজীপুর পল্লীবিদ্যুৎ স‌মি‌তি-১এর কোনাবাড়ী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ‌মো. বাদল মিয়া জানান, কোনাবাড়ী এলাকায় বিদ্যুৎবি‌চ্ছিন্ন ক‌রে লাইন মেরাম‌তের কাজ কর‌ছিলেন র‌য়েলসহ তিনজন লাইনম্যান। এ সময় খুঁটির উপরে এক লাইনম্যান কাজ কর‌ছিলেন। তার নি‌চে ওই খুঁটি‌তেই ছিলেন র‌য়েল হো‌সেন। এ সময় হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। প‌রে তা‌কে উদ্ধার ক‌রে স্থানীয় এক‌টি হাসপাতা‌লে নেওয়া হয়। প‌রে সেখান থে‌কে র‌য়েল হো‌সেনকে গাজীপু‌রে শহীদ তাজউদ্দীন আহমদ মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতাল নি‌লে চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন। যে‌হেতু বিদ্যুৎ বি‌চ্ছিন্ন ক‌রে ওই এলাকায় কাজ করা হচ্ছিল। এরপরও বিদ্যুৎস্পৃ‌ষ্ট হ‌য়ে তার মৃত্যু হ‌য়ে‌ছে, বিষয়‌টি তদন্ত ক‌রে দেখা হ‌বে।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, ফেব্রুয়া‌রি ২৬, ২০২০
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।