ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
বগুড়ায় ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়া: বগুড়ায় ধানক্ষেত থেকে শিরিন সুলতানা (২৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে জেলার শিবগঞ্জের পৌর এলাকার আঁচলাই মহল্লার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শিরিন সুলতানা পৌর এলাকার নয়াপাড়া গ্রামের মামুনের স্ত্রী এবং গিঙ্গেরগাড়ি গ্রামের সেকেন্দার আলীর মেয়ে।

জানা যায়, শিরিন তার আগের স্বামীকে তালাক দিয়ে ৬ মাস আগে মামুনকে বিয়ে করে। বিয়ের পর শিরিন ও তার স্বামী বগুড়া শহরের ফুলবাড়িতে ভাড়া বাসায় বসবাস করতেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে শিরিন তার শ্বশুরবাড়িতে গেলে সেখানে গর্ভপাত ঘটানো নিয়ে তাদের (শিরিন ও শ্বশুরবাড়ির লোকজন) মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জের ধরে মঙ্গলবার রাতে মামুন তাকে মারধর করে। একপর্যায়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে শিরিন। পরে তার মরদেহ বাড়ির পাশে একটি ধানক্ষেতে ফেলে পালিয়ে যায় মামুন ও তার পরিবার।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, মামুন ও তার পরিবারের সদস্যদের ধরতে অভিযান চলছে। তাদের আটক করতে পারলে বিস্তারিত ঘটনা জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
কেইউএ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।