বুধবার (২৮ ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল সংশ্লিষ্টদের হাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ত্রাণ ও কল্যাণ শাখা থেকে প্রদত্ত এই চেক তুলে দেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, সহকারী কমিশনার ইন্দ্রজিৎ সাহা ও উম্মে মুসলিমা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৩৫ জনের মধ্যে ১৫ লাখ ৭০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
প্রসঙ্গত, ক্যান্সার, হাড় ক্ষয়সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত মানুষের পক্ষে সহায়তা চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদন করেছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ৩৫ জনের অনুকূলে ১৫ লাখ ৭০ হাজার টাকার চেক পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
আরএ