ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
না’গঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মনাকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

২০ বছর পলাতক থাকার পর বুধবার (২৬ ফেব্রুয়ারি) শহরের ৪নম্বর ডিআইটি এলাকায় অভিযান চালিয়ে থেকে গ্রেফতার করা হয়।

মনা শহরের ৪নম্বর ডিআইটি এলাকার শীতল গাজীর ছেলে।

সদর মডেল থানার উপ-পরির্দশক (এসআই) শাহাদাত হোসেন বাংলানিউজকে জানান, ২০০০ সালের একটি মাদক মামলায় মনার বিরুদ্ধে নারায়ণগঞ্জের একটি আদালত দুই বছর সাজা ঘোষণা করেন। সেই সময় থেকে মনা পলাতক ছিলেন। বুধবার শহরের ৪নম্বর ডিআইটি এলাকার নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।