বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সংস্থাটির সচিব দিলওয়ার বখত এ তথ্য জানান।
তিনি বলেন, বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদক ব্যবস্থা নিচ্ছে।
পড়ুন>>পাপিয়ার ‘অপকর্মের’ প্রসঙ্গ আসতেই আদালতে হট্টগোল
সম্প্রতি বিদেশে যাওয়ার সময় বিমানবন্দর থেকে পাপিয়া, তার স্বামীসহ মোট চারজনকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এরপর তার বিরুদ্ধে নানা অসামাজিক কার্যকলাপ ও ক্ষমতার অপব্যাহার করে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।
এদিকে পৃথক তিনটি মামলায় পাপিয়াকে ১৫ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
ডিএন/এমএ