ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজাকে হত্যায় চাচার মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজাকে হত্যায় চাচার মৃত্যুদণ্ড

ময়মনসিংহ: ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজাকে হত্যায় দায়ের করা মামলায় চাচা নূরে আলমকে (৬০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন এ রায় দেন।  

আদালত সূত্র জানায়, ময়মনসিংহ সদর উপজেলার মহজমপুর পূর্বপাড়া এলাকার নূরে আলম ও তার ভাই আশরাফুলের জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিলো।

ঘটনার দিন ২০১৬ সালের ৩০ অক্টোবর বাড়ি থেকে শহরে যাওয়ার পথে রাস্তা আটকিয়ে পূর্বপরিকল্পিতভাবে তার ভাইয়ের ছেলে মঈন উদ্দিনের বুকে ছুরিকাঘাত করে হত্যা করেন নূরে আলম।  

এ ঘটনায় নিহতের মা পারভিন আক্তার বাদী হয়ে নূরে আলমের বিরুদ্ধে কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন।  

প্রায় সাড়ে তিন বছর মামলার স্বাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে বুধবার আসামীর উপস্থিতিতে মৃত্যুদণ্ডের এ আদেশ দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০ 
একে/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।