বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন এ রায় দেন।
আদালত সূত্র জানায়, ময়মনসিংহ সদর উপজেলার মহজমপুর পূর্বপাড়া এলাকার নূরে আলম ও তার ভাই আশরাফুলের জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিলো।
এ ঘটনায় নিহতের মা পারভিন আক্তার বাদী হয়ে নূরে আলমের বিরুদ্ধে কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন।
প্রায় সাড়ে তিন বছর মামলার স্বাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে বুধবার আসামীর উপস্থিতিতে মৃত্যুদণ্ডের এ আদেশ দেন আদালত।
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
একে/এবি