ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

৬ বছর পর সাভারের হাঙ্গারি খাল উদ্ধার

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
৬ বছর পর সাভারের হাঙ্গারি খাল উদ্ধার

সাভার (ঢাকা): ছয় বছর পর সাভারের শধাপুর এলাকার হাঙ্গারি খাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত শধাপুর এলাকায় খাল উদ্ধার অভিযান পরিচালনা করেন আমিনবাজারের সহকারী কমিশনার (ভূমি) হ্যাপি দাস।  

আমিনবাজার ভূমি অফিসের তথ্য মতে, হাঙ্গারি খাল তুরাগ নদীর একটি সংযোগকারী খাল।

খালটি দৈর্ঘ্য দেড় কিলোমিটার এবং প্রস্থ ১৫ থেকে ২৫ ফুট ছিল। দখলের কারণে খালটির বিভিন্ন স্থানে পানি প্রবাহ বন্ধ রয়েছে।

আমিনবাজারের সহকারী কমিশনার (ভূমি) হ্যাপি দাস বাংলানিউজকে বলেন, প্রায় ছয় বছর আগে স্থানীয় জমি দখলকারীরা খালের প্রায় সব অংশ দখল করে। এমনকি দখলকারীরা মাটি ভরাট করে নিজের স্বার্থে একটি রাস্তা তৈরি করে। দখলের কারণে এই খালের পানি প্রবাহ বন্ধ যায়। খনন কাজ করে খালটি মুক্ত করে দেওয়া হয়েছে। বর্তমানে খালের পানি প্রবাহ স্বাভাবিক হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।