বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত শধাপুর এলাকায় খাল উদ্ধার অভিযান পরিচালনা করেন আমিনবাজারের সহকারী কমিশনার (ভূমি) হ্যাপি দাস।
আমিনবাজার ভূমি অফিসের তথ্য মতে, হাঙ্গারি খাল তুরাগ নদীর একটি সংযোগকারী খাল।
আমিনবাজারের সহকারী কমিশনার (ভূমি) হ্যাপি দাস বাংলানিউজকে বলেন, প্রায় ছয় বছর আগে স্থানীয় জমি দখলকারীরা খালের প্রায় সব অংশ দখল করে। এমনকি দখলকারীরা মাটি ভরাট করে নিজের স্বার্থে একটি রাস্তা তৈরি করে। দখলের কারণে এই খালের পানি প্রবাহ বন্ধ যায়। খনন কাজ করে খালটি মুক্ত করে দেওয়া হয়েছে। বর্তমানে খালের পানি প্রবাহ স্বাভাবিক হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
এনটি