নিহত হয়েছেন সাগর আহমেদ (৩০)। আর এ ঘটনায় আহত সাদিয়াল হোসেন জয় (২০)
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সবুজবাগ কমলাপুর ফুট ওভারব্রিজের দক্ষিণ পাশের মেইন রাস্তায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় সাগর ঘটনাস্থলেই মারা যায়। আহত জয়কে ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সাগরের বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল হাসপাতাল মর্গে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
এজেডএস/এইচএডি/