ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সরকার উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা করছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
সরকার উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা করছে

ঢাকা: বাংলাদেশের অর্থনীতি দ্রুতবর্ধনশীল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, এখানে গ্রামীণ অর্থনীতির উন্নয়নে কাজ করছে বহু আর্থিক প্রতিষ্ঠান। বেসরকারি ব্যাংক ও এসএমই ফাউন্ডেশনসহ অনেক প্রতিষ্ঠান ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারও সব ধরনের সহযোগিতা করছে উদ্যোক্তাদের। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টায় রাজধানীর হোটেল রেডিসনে দিনব্যাপী অনুষ্ঠিত 'ট্রান্সফরমিং ফিন্যান্সিয়াল মার্কেট ফর স্মল বিজনেস' সম্মেলনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।  

গ্রামীণ অর্থনীতির চিত্র তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রাজশাহীর কালুহাট গ্রামে এখন কোনো বেকারত্ব নেই।

গত দশ বছরে বদলে গেছে সেখানকার চিত্র। যারা বেকার ছিল, তারাও এখন ক্ষুদ্র ব্যবসা করছে। ১০ বছর আগেও গ্রামীণ অর্থনীতি এমন ছিল না।  

এসডিজি অর্জনে উদ্যোক্তা তৈরিতে জোর দিয়ে শাহরিয়ার আলম বলেন, মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত গন্তব্যে আরেক ধাপ এগিয়ে যাবে। ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে যেসব প্রতিষ্ঠান পুরস্কার পেয়েছে, এ ধরনের পুরস্কার আর্থিক প্রতিষ্ঠানে উৎসাহ যোগাবে।  

অ্যাকশন ফার্মিং কনফারেন্স ট্রান্সফরমিং ফিন্যান্সিয়াল মার্কেট ফর স্মল বিজনেস' সম্মেলনে ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টিতে পুরস্কার পায় ব্যাংক এশিয়া, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ডাচ্ বাংলা ব্যাংক, আইপিডিএলসিসহ পাঁচ প্রতিষ্ঠান।  

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।