বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছা অনুযায়ী বর্তমান সরকার সারাদেশে সংস্কৃতির সু-বাতাস ছড়িয়ে দিতে চায়।
সম্মিলিত সাংস্কৃতিক জোট গাইবান্ধা জেলা শাখার আয়োজনে জেলা সভাপতি আলমগীর কবির বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল মতিন, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন।
এর আগে, সকালে সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুর ডিডিএম উচ্চ বিদ্যালয়ের ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী।
বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
এনটি