বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ও উপজেলার আবাইপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সামিয়া লক্ষনদিয়া গ্রামের লুৎফর রহমানের মেয়ে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বাংলানিউজকে জানান, বিকেল আবাইপুরগামী একটি ইজিবাইক লক্ষণদিয়া মাদ্রাসার কাছে চলন্ত ইজিবাইক সামিয়াকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা সামিয়াকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সামিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
এনটি