নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর পৌরসভার পাচুলিয়ার বাজিতপুর এলাকার মৃত সৈয়দ ফজলুল হকের মেয়ে সৈয়দা কচি (৩৮), ভোলা সদর উপজেলার মাকবেদুরিয়া গ্রামের নূরুল আমিনের মেয়ে সোনিয়া আক্তার (৩২)।
তারা মহাখালী সেতু ভবনের সামনে স্কুটি চালিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় এই দুই বান্ধবীর মুত্য হয়।
এছাড়া রাজধানীর সবুজবাগে দুই মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনায় সাগর আহমেদ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় আরও সাদিয়াল হোসেন জয় (২০) নামে আরও একজন আহত হয়েছেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানান, সকালে অজ্ঞাত গাড়ির ধাক্কায় একটি স্কুটি দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয়েছে।
নিহত কচির মামা অ্যাডভোকেট নূরুল আমিন ভূঁইয়া বাংলানিউজকে জানান, স্বামীর সঙ্গে মিরপুর-১ এলাকায় থাকতেন কচি। তিনি একটি কোম্পানির বিক্রয় বিভাগের কর্মী ছিলেন।
এদিকে বুধবার বিকেলে সবুজবাগ এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হন সাগর আহমেদ। আহত হয়েছেন সাদিয়াল হোসেন জয় (২০)।
সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, কমলাপুর ফুটওভারব্রিজের দক্ষিণ পাশে মেইন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। এতে সাগর ঘটনাস্থলেই মারা যান। আর আহত জয়কে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত সাগরের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।
আর ডেমরার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান জানান, কোনাপাড়া বাশেরপুল এলাকায় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, আহত অবস্থায় মঙ্গলবার রাতে ওই দুইজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
এজেডএস/এমএ