ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সিগঞ্জে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী সাগর আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
মুন্সিগঞ্জে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী সাগর আটক

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় অভিযান চালিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মুক্তার ওরফে সাগরকে (৪০) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) র‌্যাব-১১ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সিরাজদিখান উপজেলার ইছাপুরা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী সাগরকে আটক করা হয়।

সাগর সিরাজদিখান উপজেলার রাজানগর গ্রামের মৃত লাল চানের ছেলে।  

র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার এনায়েত হোসেন মান্নান বাংলানিউজকে জানান, সাগর ছয়টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি মাদকের ডিলার। সিডিআর পর্যালোচনা করে তার বিরুদ্ধে মাদক, চুরি, ঘরে আগুন দেওয়া ও মারামারি মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে।  

আটক সাগরকে সিরাজদিখান থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের কোম্পানি কমান্ডার মান্নান।

বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।