বুধবার (২৬ ফেব্রুয়ারি) র্যাব-১১ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সিরাজদিখান উপজেলার ইছাপুরা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী সাগরকে আটক করা হয়।
র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার এনায়েত হোসেন মান্নান বাংলানিউজকে জানান, সাগর ছয়টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি মাদকের ডিলার। সিডিআর পর্যালোচনা করে তার বিরুদ্ধে মাদক, চুরি, ঘরে আগুন দেওয়া ও মারামারি মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে।
আটক সাগরকে সিরাজদিখান থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের কোম্পানি কমান্ডার মান্নান।
বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
আরআইএস/