ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

উহান থেকে বিশেষ ফ্লাইটে ২৩ বাংলাদেশিকে নেওয়া হলো দিল্লিতে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
উহান থেকে বিশেষ ফ্লাইটে ২৩ বাংলাদেশিকে নেওয়া হলো দিল্লিতে

করোনা ভাইরাসের শনাক্তস্থল চীনের উহান থেকে ভারতীর বিশেষ ফ্লাইটে ২৩ বাংলাদেশিকে দিল্লিতে নেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) কোনো এক সময়ে ভারতীয় অন্য নাগরিকদের সঙ্গে ওই ফ্লাইটে করে তাদের দিল্লিতে আনা হয়।

ঢাকায় ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানানো হয়েছে।

তাদের এখন দিল্লির উপশহরে বিশেষ ব্যবস্থায় কোয়ারেন্টাইনে রাখা হবে বলেও এ সংক্রান্ত পোস্টে উল্লেখ করা হয়েছে।

এর আগে চলতি ফেব্রুয়ারি মাসের শুরুতে উহান থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছয় শতাধিক ভারতীয় নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়।

শেষ খবর পর্যন্ত বিশ্বজুড়ে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দুই হাজার ৮০১ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ২৭ জন। এ রোগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৩২ হাজার ৭৫৬ জন।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।