বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বাংলানিউজকে এ নিশ্চিত করেন ডিসি রমনা সাজ্জাদুর রহমান।
তিনি বলেন, যাচাই-বাছাই করে ১২ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন>> রাজধানীর বিজয়নগর থেকে জামায়াতের ১৬ নেতাকর্মী আটক
শাহবাগ থানার তদন্ত কর্মকর্তা আরিফুর রহমান সরদার বাংলানিউজকে বলেন, যাচাই-বাছাই করে ১২ জন জামায়াত নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে। বাকি ৪ জনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। রাতে শাহবাগ থানায় মামলাটি করা হয়। এছাড়া আটক ওই ১২ জনকে বৃহস্পতিবার সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
এমএমআই/এইচএডি/