ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বিজয়নগর থেকে আটক ১২ জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
বিজয়নগর থেকে আটক ১২ জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ঢাকা: রাজধানীর বিজয়নগরের আজিজ কো-অপারেটিভ ভবনের ৮ম তলা থেকে নাশকতার জন্য বৈঠকের সময় ১৬ জামায়াত নেতাকর্মীদের আটক করা হয়। এই ঘটনায় যাচাই-বাছাই করে ১২ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বাংলানিউজকে এ নিশ্চিত করেন ডিসি রমনা সাজ্জাদুর রহমান।

তিনি বলেন, যাচাই-বাছাই করে ১২ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন>> রাজধানীর বিজয়নগর থেকে জামায়াতের ১৬ নেতাকর্মী আটক

শাহবাগ থানার তদন্ত কর্মকর্তা আরিফুর রহমান সরদার বাংলানিউজকে বলেন, যাচাই-বাছাই করে ১২ জন জামায়াত নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে। বাকি ৪ জনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। রাতে শাহবাগ থানায় মামলাটি করা হয়। এছাড়া আটক ওই ১২ জনকে বৃহস্পতিবার সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
এমএমআই/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।