বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ইমনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার বাবা গফুর হোসেন।
এর আগে, গত রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের বারইপাড়া এলাকায় নির্মাণাধীন ফুটওভার ব্রিজের উপর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরীরের ৯০ শতাংশ ঝলসে যায় ইমনের।
মৃত জুনায়েদ হোসেন ইমন আশুলিয়ার বারইপাড়া পশ্চিমপাড়ার গফুর হোসেনের ছেলে। তিনি অঞ্জনা মডেল হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন। গত মঙ্গলবার জুনায়েদের শেষ পরীক্ষা ছিল।
শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত ইমনের মরদেহ ঢাকা মেডিক্যাল থেকে আশুলিয়ায় আনার প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
এনটি