ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় মহাসড়কে নির্মাণাধীন একটি ফুটওভার ব্রিজের উপর বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ হয়ে চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর শেষ পর্যন্ত মারা গেলেন এসএসসি পরীক্ষার্থীর জুনায়েদ হোসেন ইমন (১৮)।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ইমনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার বাবা গফুর হোসেন।

এর আগে, গত রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের বারইপাড়া এলাকায় নির্মাণাধীন ফুটওভার ব্রিজের উপর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরীরের ৯০ শতাংশ ঝলসে যায় ইমনের।

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।

মৃত জুনায়েদ হোসেন ইমন আশুলিয়ার বারইপাড়া পশ্চিমপাড়ার গফুর হোসেনের ছেলে। তিনি অঞ্জনা মডেল হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন। গত মঙ্গলবার জুনায়েদের শেষ পরীক্ষা ছিল।

শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত ইমনের মরদেহ ঢাকা মেডিক্যাল থেকে আশুলিয়ায় আনার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।