বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ওই ইউনিয়নের কুমেরপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আল-আমিন একই ইউনিয়নের চর কমলাপুর গ্রামের নুর মোহাম্মদ শিকদারের ছেলে।
স্থানীয়রা জানান, গত চারদিন আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন আল-আমিন। বৃহস্পতিবার সকালে কুমেরপুর এলাকার একটি পুকুরে যুবকের মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
শিবচর থানা পরিদর্শক (তদন্ত) আমির হোসেন সেরনিয়াবাদ বাংলানিউজকে জানান, উদ্ধার নিহত যুবক মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে। পরিবার ও স্থানীয়রা মরদেহটি আল-আলামিনের বলে শনাক্ত করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
এসআরএস