দিনাজপুর: সীমান্তে মানুষ হত্যা, চোরাচালান, মাদক পাচার রোধ ও অবৈধ অনুপ্রবেশ রোধে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিজিবির হিলি আইসিপি ক্যাম্পে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে, সকালে সীমান্তের শুন্যরেখায় বিএসএফ কর্মকর্তারা আসলে বিজিবি তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরে বৈঠক শেষে দুপুর সোয়া ২টায় একই পথ দিয়ে বিএসএফ সদস্যরা ভারতে চলে যান। বৈঠকে দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল জহিরুল হক খানের নেতৃত্বে ১৬ সদস্যের বিজিবি দল অংশ নেয়। বিএসএফের পক্ষে ভারতের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি টিপিএস সিদুর নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।