বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ একাডেমি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বহালাবাড়ী গ্রামের মৃত রইশউদ্দিনের ছেলে।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আনাম বাংলানিউজকে জানান, সন্ধ্যায় জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের একাডেমির মোড়ে সোনামসজিদ থেকে ছেড়ে আসা একটি পণ্যবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী আশরাফুল ঘটনাস্থলেই মারা যান। এ সময় অটোরিকশাচালক আরিফসহ আরও দুইজন আহত হন। এদের মধ্যে অটোরিকশার এক আরোহীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
এনটি