আটকরা হলেন, আশিক (২০), সোহেল রানা (২১), সাগর (২৩) ও ফরিদ মোল্লা (২৭)।
র্যাব-২ (সিপিসি-২) এর অধিনায়ক মেজর এইচ এম পারভেজ আরেফিন বাংলানিউজকে বলেন, ভুক্তভোগী শুকুরের অভিযোগে বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে র্যাব-২ এর একটি দল মোহাম্মদপুর আদাবর এলাকায় অভিযান চালিয়ে চার চাঁদাবাজকে আটক করে।
পারভেজ আরেফিন বলেন, ভুক্তভোগী পেশায় একজন লেগুনা চালক। তিনি স্বল্প আয়ের মানুষ এবং এ দিয়েই তার সংসার চলে। কিছুদিন ধরে আটক ব্যক্তিরাসহ আরও ২-৩ জন ভিকটিমের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দিলে তাকে লেগুনা চালাতে দেয়া হবে না ও খুন করে ফেলবে বলেও হুমকি দিয়ে আসছিল আসামিরা।
তিনি আরও বলেন, ভিকটিম শুকুরকে তার বাসার সামনে থেকে জোরকরে আদাবরের তিন নাম্বার রোডের মাথায় খালপাড়ে নিয়ে যায়। সে সময় চাঁদাবাজরা ২০ হাজার টাকা দাবি করে। চাঁদা দিতে না পারায় চাঁদাবাজরা তাকে এলোপাতাড়ি ভাবে মারধর করে। এতে করে শরীরের বিভিন্ন জায়গায় ফুলে যায় এবং জখম হয়। এছাড়াও আরও চার জন ভিকটিমের কাছে চাঁদা চেয়েছিল এই চাঁদাবাজরা। আসামিদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে বলে জানান মেজর এইচ এম পারভেজ আরেফিন।
বাংলাদেশ সময়: ২৩২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
এমএমআই/এমএমএস