ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

কিশোরগঞ্জ: সৌদি আরবে রাস্তা পার হওয়ার সময় প্রাইভেটকার চাপায় বাদল মিয়া নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সৌদি আরবের রাজধানি রিয়াদে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাদল মিয়া কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চরপুক্ষিয়া গ্রামের মৃত মো. সুলতান উদ্দিনের ছেলে।

তার গ্রামের বাড়িতে স্ত্রী, দুই মেয়ে, বৃদ্ধা মা ও ভাইসহ আত্মীয়-স্বজন রয়েছেন।

নিহত বাদল মিয়ার বড় ভাই আবদুল বাতেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে স্ত্রী সোমার সঙ্গে মোবাইলে কথা হয় বাদল মিয়ার। স্ত্রীর সঙ্গে কথা বলার পর তিনি ইস্ত্রি করা কাপড় লন্ড্রি থেকে আনতে যান। এসময় রাস্তা পার হতে গিয়ে একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাদলের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট দফতরের কাছে আকুল আবেদন জানিয়েছেন পরিবার।

বাংলাদেশ সময়: ০১২১ ঘন্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।