শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে মোহাম্মদপুর ব্লক ডি বাড়ি-১৩/জি এর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মাবিয়া বেগমের স্বামীর নাম করম আলী।
মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আশরাফুল ইসলাম বাংলানিউজকে জানান, মাবিয়া বেগম প্যারালাইজড রোগী ছিলেন। তিনি বাসায় ইলেকট্রনিক মেশিন দিয়ে থেরাপি দেওয়ার সময় শর্টসার্কিট থেকে বিছানায় আগুন ধরে যায়। আগুন দেখে বাসার সবাই ঘর থেকে বেরিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে যাওয়ার আগে আগুন নিভে যায়। পরে সেখান থেকে মৃত অবস্থায় দগ্ধ নারী মাবিয়া বেগমের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০
এজেডএস/এনটি