ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীর উত্তরায় গ্যাস পাইপ লিকেজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০
রাজধানীর উত্তরায় গ্যাস পাইপ লিকেজ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর উত্তরায় হাউজ বিল্ডিং এলাকায় সড়কে হঠাৎ করে গ্যাস লাইনে গ্যাসের চাপে পাইপ ফেটে য়ায়। এতে কেউ হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দু’টি টিম ও গ্যাস কোম্পানির একটি টিম কাজ করছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১০টা ৫১ মিনিটে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা পাইপ মেরামতের কাজ করছেন। পাইপের লিকেজ থেকে গ্যাস বের হচ্ছে। আগুন বা ধোঁয়া নেই। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০
পিএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।