ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সাপ্তাহিক সরকারি ছুটি একদিন করার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০
সাপ্তাহিক সরকারি ছুটি একদিন করার দাবি

ঢাকা: বাংলাদেশের অর্থনৈতিক চাকা আরও গতিশীল করতে সাপ্তাহিক সরকারি ছুটি একদিন করার দাবি জানিয়েছে জন পার্টি নামে একটি সংগঠন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠনটি।

জন পার্টির চেয়ারম্যান হৃদয় চৌধুরী বলেন, প্রতিষ্ঠার পর থেকে জনকল্যাণে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে জন পার্টি।

জনস্বার্থে আগামী দিনেও জনমুখী কর্মসূচি ঘোষণা করবে। রাজনীতির মাধ্যমে সামাজিক উন্নয়ন ও অপরাধমুক্ত দেশ গঠনে কাজ করে যাচ্ছে জন পার্টি। আগামীতে এ ধারা অব্যাহত থাকবে।

হিরো আলম বলেন, বিএনপি-জামায়াত সরকারের সময় বিদ্যুতের ঘাটটি ছিল, এজন্য সরকারি ছুটি দুইদিন করা হয়েছিল। কিন্তু এখন বিদ্যুতের ঘাটতি নেই, তাই সরকারি ছুটি দুইদিনের প্রয়োজন নেই। আমরা এখন বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- পার্টির মহাসচিব সালাউদ্দিন সোহাগ, রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের (আরজেএফ) চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০
এমএমআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।