শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠনটি।
জন পার্টির চেয়ারম্যান হৃদয় চৌধুরী বলেন, প্রতিষ্ঠার পর থেকে জনকল্যাণে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে জন পার্টি।
হিরো আলম বলেন, বিএনপি-জামায়াত সরকারের সময় বিদ্যুতের ঘাটটি ছিল, এজন্য সরকারি ছুটি দুইদিন করা হয়েছিল। কিন্তু এখন বিদ্যুতের ঘাটতি নেই, তাই সরকারি ছুটি দুইদিনের প্রয়োজন নেই। আমরা এখন বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- পার্টির মহাসচিব সালাউদ্দিন সোহাগ, রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের (আরজেএফ) চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০
এমএমআই/ওএইচ/