শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার সংলগ্ন মেরংলোয়া মাঠে একুশে পদকপ্রাপ্ত বৌদ্ধ ধর্মীয় গুরু উপ-সংঘরাজ পণ্ডিত সত্যপ্রিয় মহাথেরের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। সেখানে সত্যপ্রিয় মহাথেরের মরদেহে মির্জা ফখরুল শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।
এসময় তার সঙ্গে ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু, চেয়ারপার্সনের উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়া, সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল প্রমুখ।
গত বছরের ৪ অক্টোবর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রামু সীমা মহাবিহারের অধ্যক্ষ উপ-সংঘরাজ পণ্ডিত সত্যপ্রিয় মহাথেরের। দীর্ঘ ১৪৮ দিন বৌদ্ধ ধর্মীয় রীতিনীতি অনুসারে মরদেহ সংরক্ষণের পর শনিবার (২৯ ফেব্রুয়ারি) তার দাহক্রিয়া সম্পাদন করা হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে ৩ দিনব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান।
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ফেব্রুযারি ২৮, ২০২০
এসবি/এইচএডি/