ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বেগমগঞ্জে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০
বেগমগঞ্জে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার 

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্র ও গুলিসহ শাহারিয়ার রুমেল (৩৪) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

রুমেল একই উপজেলার কুতুবপুর গ্রামের সাহাব উল্যাহর ছেলে।

তিনি আন্তঃজেলা ডাকাত দলের একজন সদস্য।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে লতিফপুর গ্রামে ভাড়া বাসায় অভিযান চালিয়ে একটি দেশীয় এলজি বন্দুক ও এক রাউন্ড কাতুর্জসহ ডাকাত সদস্য রুমেলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় গ্রেফতারি পরোয়ানাসহ একাধিক ডাকাতির মামলা রয়েছে। রুমেলের নামে অস্ত্র আইনে আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।