শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গোয়ালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের রায়হান মৃধার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে এসএসসির শেষদিনের পরীক্ষা দিয়ে মোটরসাইকেল নিয়ে শহরে ঘুরতে বের হয়েছিল রাব্বি। কিন্তু গোয়ালবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে রাব্বি এবং মোটরসাইকেলের পেছনে থাকা আরেক আরোহী ফোরকান গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে রাব্বির মৃত্যু হয়। আহত ফোরকানকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, ঘাতক প্রাইভেটকারটি আটকের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ০৩২৪ ঘণ্টা, মার্চ ০১, ২০২০
টিএ