শনিবার (২৯ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের আধার মানিক এলাকায় এ ঘটনা ঘটে।
ছাগলনাইয়া থানার পরিদর্শক মেজবাউদ্দিন ঘটনার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেন।
তিনি জানান, রাতে আধার মানিক এলাকায় ডাকাতদের মধ্যে ‘বন্দুকযুদ্ধ' হচ্ছে, এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু তারা পৌঁছানোর আগেই অন্যরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ডাকাতের মরদেহ দেখতে পায় পুলিশ। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল পাঠায়। এসময় ঘটনাস্থল থেকে একটি বন্দুকসহ তিনটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, মার্চ ০১, ২০২০
এসএইচডি/এএটি