রোববার (১ মার্চ) দুপুরে এ ব্যাপারে ধামরাই থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারে সদস্য সহিদুল ইসলাম।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ বছর ধরে ১ তলা ভবন নির্মাণ করে বসবাস করে আসছিলেন ভুক্তভোগী প্রতিবন্ধী আব্দুল গফুর ও তার বৃদ্ধা মা জালিমন নেসা।
প্রতিবন্ধী আব্দুল গফুর বাংলানিউজকে বলেন, যাতায়াতের রাস্তা দেওয়া হবে অভিযুক্তদের এমন আশ্বাসে তারা বাড়ি নির্মাণ করেছিলেন। কিন্তু তারা যাতায়াতের রাস্তার জন্য এখন বছরে ৫০ হাজার টাকা দাবি করছে। এতো টাকা দিতে রাজি না হওয়ায় তারা দেয়াল দিয়ে রাস্তাটি বন্ধ করে দেয়।
এ ব্যাপারে অভিযুক্ত আফজাল বলেন, আমরা আমাদের জমির ওপরে দেয়াল দিয়েছি। তারা যাতায়াতের রাস্তার জন্য ৫০ হাজার টাকা দিতে চেয়ে ওই জমির কিছু অংশে ফসল ফলানো থেকে বিরত রাখে। এখন টাকা চাইলে তারা ১০ হাজার টাকা দেয়। তাই আমরা দেয়াল নির্মাণ করেছি।
এ বিষয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দেখছেন বলে জানিয়েছেন।
ধামরাই উপসহকারী কমিশনার (ভূমি) অন্তরা হালদার বাংলানিউজকে বলেন, এ সংক্রান্ত কোনো অভিযোগ এখনো আসেনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ১ মার্চ, ২০২০
আরএ