সোমবার (০২ মার্চ) বিকেলে উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। রুবেল কুড়িগ্রামের কচাকাটা থানার উত্তর বলদিয়া গ্রামের শাহ আলম মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল ওই এলাকায় নির্মাণাধীন একটি ভবনে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। বিকেলে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন তিনি। এসময় সেখানে থাকা অন্য শ্রমিকরা স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
এসআরএস