সোমবার (২ মার্চ) সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
গত শনিবার সিঙ্গাপুর থেকে তিনি দেশে এসে হঠাৎ জ্বরে আক্রান্ত হন।
মেহেদি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের পাতলাপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।
নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মনির আলী আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন সিঙ্গাপুর থেকে এসে মেহেদী জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে আসেন। তাকে সন্দেহজনকভাবে বিশেষ ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে মেহেদী করোনা ভাইরাসে আক্রান্ত কিনা সেটি এখনো নিশ্চিত নয়।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
আরএ