ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

শার্শায় ভুয়া ডিবি আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৯ ঘণ্টা, মার্চ ৩, ২০২০
শার্শায় ভুয়া ডিবি আটক

বেনাপোল (যশোর): শার্শা উপজেলার শালকোনা এলাকা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে তুহিন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (০২ মার্চ) সন্ধ্যায় বিজিবি ৪৯ ব্যাটালিয়ন শার্শার শালকোনা ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন। আটক সোহেল যশোরের চৌগাছা উপজেলার আনিসুর রহমানের ছেলে।

শালকোনা ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেম বাংলানিউজকে জানান, তুহিন নামে এক ব্যক্তি শালকোনা গ্রামে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করছিলেন। বিষয়টি সন্দেহ হলে স্থানীয়রা বিজিবি ক্যাম্পে খবর দেয়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যান।

সেখানে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সন্দেহ হলে সোহেল নামের ওই ব্যক্তিকে ক্যাম্পে আনা হয়। পরে ভুয়া ডিবি পুলিশের বিষয়টি নিশ্চিত হলে তাকে শার্শা থানায় সোপর্দ করা হয়।

বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
পিএম/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।