ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় প্রতিবন্ধীসহ আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০২ ঘণ্টা, মার্চ ৩, ২০২০
কিশোরগঞ্জে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় প্রতিবন্ধীসহ আহত ৪

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় প্রতিবন্ধীসহ চারজন আহত হয়েছেন। গুরুতর আহত প্রতিবন্ধী রাসেলকে (২২) উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২ মার্চ) রাত সোয়া ৮টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের খিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সামনে দোকানদারি করছিলেন রাসেল।

এসময় খিলপাড়া বাজারে কথা কাটাকাটির জের ধরে প্রতিপক্ষ হোসেনের লোকজন রাসেলের দোকানে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এসময় হামলাকারীরা রাসেলকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। রাসেলের চিৎকারে এগিয়ে এলে রাসেলের বোন স্মৃতি আক্তারকে মেরে আহত করা হয়। এ ঘটনায় নাইম ও পারভেজ নামে আরো দুজন আহত হয়।  

আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে গুরুতর আহত প্রতিবন্ধী রাসেলকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।  

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিক বাংলানিউজকে জানান, বিষয়টি আমার জানা নাই। তবে ঘটনার বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ০২০১ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।